সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেছেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সজাগ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ইন্তেখাব হায়দার খান বলেন, ‘অনাকাঙ্ক্ষিত নৈরাজ্য রোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বিদেশি কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।’
ইন্তেখাব হায়দার আরও বলেন, তারা গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অফিস রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি প্রধান সড়কগুলোকে যানজটমুক্ত রাখতে এবং মাদক ব্যবসায়ী, নৈরাজ্য উসকে দেওয়ার সঙ্গে যুক্ত ব্যক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে।
সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং কক্সবাজার জেলার এফডিএমএন (জোর করে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক) ক্যাম্প এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এর বাইরে কল-কারখানার কার্যক্রম নিরবচ্ছিন্ন করতে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে বলেও জানান তিনি।