সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের শাহাপুর ও নোয়াগাও গ্রাম থেকে আল্লাদ মিয়া (৩৫), মনু রঞ্জন রাজ (৪০) ও পরেশ চন্দ্র রাজ (৩৫) নামের পৃথক দুটি মামলার ওয়ারেন্টভূক্ত তিনজন পলাতক আসামিকে শুক্রবার রাত দুইটার দিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার (ওসি) জাহিদুল হক জানান, উপজেলার শাহাপুর ও নোয়াগাও গ্রামের ওই তিনজনের বিরুদ্ধে মধ্যনগর ও কলমাকান্দা থানায় পৃথক দুটি মামলা রয়েছে। মামলা নং৫৩/২২ ও ১৭৬/২২। শুক্রবার রাত দুইটার দিকে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে ওয়ারেন্টভূক্ত ওই তিনজন পলাতক আসামিকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।