ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে স্কুল শাখায় ৩ জন ও কলেজ শাখায় ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ২ জন করে মোট ৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
রবিবার (৮ জানুয়ারী) সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে স্কুল প্রাঙ্গনে ভোটগ্রহণ সম্পন্ন করে গণনার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ধর্মপাশা (মধ্যনগর) উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুল কবির।
স্কুল শাখায় বিজয়ীদের মধ্যে ৫৪৭ ভোট পেয়ে প্রথম হন শম্ভু রায়, ৪৭৯ ভোট পেয়ে দ্বিতীয় হন মোঃকামাল হোসেন অপরপক্ষে পরাজিত প্রার্থী মোঃমাহবুব আলম মঞ্জু পান ২৬৬ ভোট।
কলেজ শাখায় বিজয়ীদের মধ্যে ১৬০ ভোট পেয়ে প্রথম হন ফনি তালুকদার এবং ১১৬ ভোট পেয়ে দ্বিতীয় হন মোঃআবুল কাসেম অপরপক্ষে পরাজিত প্রার্থীদের মধ্যে মোঃ তাহের মিয়া পান ৯৫ ভোট এবং মোঃ জামাল মিয়া পান ৫১ ভোট।
স্কুল শাখায় মোট ১১৭৭ ভোটের মধ্যে কাস্টিং হয় ৮৪৮ ভোট এবং কলেজ শাখায় ৪৯৭ ভোটের মধ্যে ২৮৬ ভোট কাস্টিং হয়।
নির্বাচনে বিজয়ী প্রার্থী মোঃ কামাল হোসেন বলেন অভিভাবকদের ভালোবাসায় আমি সিক্ত আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার সর্বোচ্চ চেষ্ঠা করে যাব।অত্র প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক কল্যাণে নিয়োজিত থাকব।