নোয়াখালী জেলা বিএনপির সভাপতি প্রার্থী ৫ শক্তিশালী নেতা সর্বশেষ ২০১৭ সালে জেলা বিএনপির কমিটি ঘটিত হয় নোয়াখালীতে। দীর্ঘ প্রায় ৮ বছর পর নতুন কমিটি ঘটন করার ঘোষণা দেওয়া হয় ৩ মাসের মধ্যে। ২০১৭ সালের জেলা বিএনপির কমিটিতে সভাপতি করা হয় হায়দার বি.এস.সি, আর সাধারণ সম্পাদক করা হয় এডভোকেট আবদুর রহমানকে। বর্তমান নোয়াখালী জেলার নতুন কমিটির প্রার্থীগণ হলেন প্রাক্তন ২ বারের মেয়র হারুন অর রশীদ আজাদ, বর্তমান নোয়াখালী জেলা বিএনপির সভাপতি হায়দার বি.এস.সি, বর্তমান নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং সুবর্ণচর বিএনপির সভাপতি এডভোকেট এ.বি.এম জাকারিয়া, এবং জেলা বিএনপির অন্যতম নেতা মাহবুবুর রহমান আলো।তবে বিএনপির সাধারণ কর্মীদের দাবী স্বেরাচারী সরকারের পতনের আন্দোলনে যাদের ভূমিকা অত্যাধিক, আর যারা আওয়ামী সরকারের সময় বেশি হামলা ও মামলার স্বীকার হয়েছিল, তাদের দিয়েই ২০২৫ সালের নোয়াখালী জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।