লালমনিরহাটের হাতীবান্ধায় চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলা শহরের হেলথ্ এন্ড মেডিকেয়ারে ওই নবজাতকের মৃত্যু হয়।পরিবারের দাবি ওই ক্লিনিকের চিকিৎসক ডা. তৌফিক আল-আমিনের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যু হয় ঘটনার পর পরেই স্থানীয় জনতা ওই ক্লিনিকের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করলে অবস্থার বেগতিক দেখে গাঁ ঢাকা দেয় ডাক্তার তৌফিক আল-আমিন। হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকার রহিছুল ইসলামের অভিযোগ, তার গর্ভবতী স্ত্রী খাদিজা বেগমকে হেলথ্ এন্ড মেডিকেয়ারে নিয়ে আসেন। ওই ক্লিনিকে কর্মরত চিকিৎসক ডা. তৌফিক আল-আমিন পরীক্ষা নিরীক্ষা শেষে সিজারের সিদ্ধান্ত দেয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসকের পরামর্শক্রমে সিজার হয় ও মেয়ে সন্তানের জন্ম হয়। সকালে নবজাতক অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসক ডা. তৌফিক আল-আমিন এর কাছে গেলে তিনি পরীক্ষার নামে কালক্ষেপণ করতে থাকেন।নবজাতককে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যেতে চাইলেও বাধা দেয় ক্লিনিকের কর্মচারীরা। শেষ মুহূর্তে চিকিৎসা শুরু করেন। কিছুক্ষণ পরে নবজাতকের মৃত্যু ঘটে। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ক্লিনিকের মালিকপক্ষ মৃত নবজাতক বাচ্চাটিকে সরকারি হাসপাতালে নিয়ে যান। নবজাতকের খালা মারুফা বেগম জানান, বাচ্চা অসুস্থ হলেও ডাক্তার শুধু পরীক্ষা আর পরীক্ষা করে, কোন চিকিৎসা দেন নাই। পরে অবস্থার বেগতিক হলে তাড়াহুড়া করে কি যেন চিকিৎসা দেয়? তার কিছুক্ষণের মধ্য বাচ্চাটি মারা যায়।তবে এ নিয়ে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও ডাক্তার তৌফিক আল-আমিনের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।হাতীবান্ধা হেলথ্ এন্ড মেডিকেয়ারের শেয়ার পার্টনার রহমান দবি জানান, বাচ্চা সুস্থ ছিল। দুপুরের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত বাচ্চাটিকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার আনোয়ারুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।