স্কুল ছাত্রীকে অপহরণ পূর্বক ধর্ষণ- ছাত্রীকে উদ্ধার ও ধর্ষককে আটক করেছে র্যাব
র্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার সহ অপহরণকারী চক্রের মূলহোতা আটক।
জয়পুরহাটের সদর থানা বাস টার্মিনাল এলাকা থেকে বুধবার সকাল সোয়া ১০ টারদিকে ১৪ বছরের এক স্কুল ছাত্রীকে উদ্ধার সহ অপহরণকারী চক্রের মূলহোতা ও ধর্ষক মোঃ লিমন হোসেন (২১) নামের এক যুবককে আটক করেছে র্যাব। আটককৃত লিমন হোসেন জয়পুরহাট জেলা সদর থানার চকশ্যাম গ্রামের মোঃ হান্নান মিয়া ওরফে বাবুর ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, গত ৮ জানুয়ারী ২০২৩ তারিখে ভিকটিম ছাত্রী পাঁচবিবি গার্লস স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। কিন্তু সেদিন সে আর বাসায় ফিরে আসেনি। এরপর অনেক খোঁজাখুঁজি করে না মেয়েকে পেয়ে ভিকটিম স্কুল ছাত্রীর বাবা বিজয় সিং পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং জয়পুরহাট র্যাব ক্যাম্পের সাথে যোগাযোগ করেন। জয়পুরহাট র্যাব ক্যাম্প বিষয়টি আমলে নিয়ে ভিকটিমকে উদ্ধারের জন্য তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে অপহরণকারী ও গণধর্ষণ চক্রের মূলহোতা লিমন হোসেনের অবস্থান নির্নয় করে জয়পুরহাট বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক ও ভিকটিম ছাত্রীকে উদ্ধার করেন। অভিযান পরিচালনা সময় ঐ চক্রের অপর সদস্য শিমুল মিয়া র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
র্যাব আরও জানান, ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, গত রবিবার দুপুরে লিমন হোসেন ও শিমুল মিয়া তাকে পাঁচবিবি বাসস্ট্যান্ড থেকে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় শিমুলের বাসায় নিয়ে গিয়ে তারা তাকে তিনদিন ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র্যাব।