মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ প্রতিনিধি: দেশে কৃষকের সারের কোন সংকট নেই, কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, কোন সার ডিলার গাফিলতি করলে তার ডিলারশীপ বাতিল করা হবে এবং ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই এবং পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘তারা (বিএসএফ) আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না, পরিস্থিতি স্থিতাবস্থায় আছে। আমরা বলেছি, আগামী মাসে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ে একটি মিটিং আছে, সেখানে এগুলো নিয়ে আলোচনা হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় এলাকার নানা সমস্যা বিশেষ করে আইনশৃঙ্খলা ও কৃষি নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে এসব সমস্যার সমাধান করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া অন্য বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে অন্য উপদেষ্টাদের অবহিত করা হবে।
সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর ও জামালপুর জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় প্রবেশ করে প্রথমে সভাস্থল ঘুরে ঘুরে কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম। পরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভা শুরু হয়। এসময় সরকারী কর্মকর্তাদের সাথে দুই ঘন্টাব্যাপী মতবিনিময় করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।