মাহমুদুল্লাহ রিয়াদ (ময়মনসিংহ ব্যুরো)
/ ১০৯
জন দেখেছেন
আপডেটঃ
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
শেয়ার করুন
ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি-জিরাসহ গ্রেপ্তার দুই সমন্বয়ক
ফুলপুর উপজেলার যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি ও জিরা উদ্ধার করে যৌথবাহিনী। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ফুলপুর উপজেলার যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি ও জিরা উদ্ধার করে যৌথবাহিনী। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর আমুয়াকান্দা এলাকা থেকে মালামালসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. জিল্লুর রহমান হৃদয় (২২) ও একই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মো. মাসুদ রানা (২৫)।ময়মনসিংহের ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বুধবার বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর আমুয়াকান্দা গরুর হাটসংলগ্ন রাস্তার পাশে একটি গুদাম থেকে ভারতীয় অবৈধ মালামালসহ দুজনকে আটক করে যৌথ বাহিনীর একটি টিম। এসময় তাদের কাছ থেকে ১২৭ বস্তা ভারতীয় চিনি, ১৬ বস্তা জিরা, ১টি সেলাই মেশিন, ১টি সুজুকি জিক্সার মোটরসাইকেল ও ১৯৫টি খালি বস্তা উদ্ধার করে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।