বিচারাঙ্গণকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে আদালত প্রাঙ্গণে আইনজীবী বা দলের সব ধরনের সভা-সমাবেশ বা মিছিল নিষিদ্ধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) কমিশনের প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বে বিচার বিভাগ সংস্কারের প্রতিবেদন প্রধান উপদেষ্টা বরাবর হস্তান্তর করা হয়।
সংস্কার প্রস্তাবের সার সংক্ষেপে ‘বিচারাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্তকরণ’ সংক্রান্ত সুপারিশে বলা হয়, বিচারাঙ্গণকে রাজনৈতিক প্রভাবমুক্তকরণের উদ্দেশ্যে আদালত প্রাঙ্গণে আইনজীবী বা অন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল কর্তৃক সব ধরনের সভা-সমাবেশ বা মিছিল নিষিদ্ধকরণের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং বিচারাঙ্গণে আইনজীবীদের সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা নিরুৎসাহিতকরণ; বার সমিতি নির্বাচনে রাজনৈতিক দলের প্রভাব ও নিয়ন্ত্রণ বিলোপ করা।
প্রসঙ্গত, ২০০৫ সালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল-সভার ওপর স্বপ্রণোদিত হয়ে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু কোনো পক্ষকে সেই রায় পালন করতে দেখা যায়নি।