নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসভবন, জেলা আওয়ামী লীগে অফিসসহ জেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার বিকেল চারটার দিক থেকে স্থানীয় ছাত্র জনতা এ কর্মকাণ্ড চালায়।জানা যায়, ছাত্র জনতা প্রথমে জেলা আওয়ামী লীগ অফিস বুলডোজার দিয়ে ভাঙচুরের পর সেখানে অগ্নিসংযোগ করে। পরে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসভবন বুলডোজার দিয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। সন্ধ্যার পর তারা চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের নেতা ইকবাল শাহরিয়ার রাসেলের বাসভবনে ভাঙচুর করে এবং পত্নীতলার দুটো মুরাল ভেঙে দেওয়া হয়।এছাড়াও বিকেলে স্থানীয়রা নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জনের বাসভবনেও অগ্নিসংযোগ করে।