
বিনোদন ডেস্ক:
দেখো তো আমাকে চিনো কিনা ! আমারে !!
ধন্যবাদ কাকে দিবো
ধন্য হতে পারেনি অন্তর ।
মরুভূমি বৃষ্টি চায় কখনো
মেঘের সাথে কথা ছিলো তার
মরুভূমিতে নৌকা বাইতে
নৌকার মাঝি আমি ।
হাত আছে পাও আছে
আছে অন্তর
সময়য়ের সাথে আছি অপেক্ষায় ।
সূর্যের ভেতর যে শীতল জল
জল রঙা জলে
গহীনে উঁকি দেয়া মাটির ঘ্রাণে
দেখিনাকো আমাকে চিনো কিনা ! আমারে !?