সংস্কৃতি ও পর্যটন মন্ত্রনালয় – মাননীয় উপমন্ত্রী ও জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসন এর প্রধান এইচ, ই, লি, কুন এবং তার সাথে ৬ সদস্যদের প্রতিনিধি দল ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার ও জাদুঘর পরিদর্শন আসেন। ১৫ মার্চ (শনিবার) সারে ১১টায় বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধ বিহার ও জাদুঘর পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নওগাঁ জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল। পরিদর্শন শেষে তিনি এখানে থাকা পরিদর্শন বহিতে সাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক জনাব মোঃ সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইসরাত জাহান ছনি, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান জনাব মুহাম্মদ ফজলুল করিম আরজু বলেন, চীনা প্রতিনিধি দল বাংলাদেশের প্রত্নতত্ত্বের উন্নয়নে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন।