মধ্যনগর ধর্মপাশা প্রতিনিধি :
সংযমের মাস মাহে রমজান,এমাসে মানুষ সৃষ্টিকর্তার কাছে গোনাহ মাফ চাইবে,পৃথিবীর সকল ধর্মপ্রাণ মুসলমান এই রমজান মাস থেকে শিক্ষা নিবে, রোজা রাখবে তারাবি পড়বে, শান্তির শুবাতাস বয়ে আনবে প্রতিটি মানুষের জীবনে,কিন্ত ইফতারের আগে ঘটে গেলো ভয়াবহ দুর্ঘটনা, মানুষ হয়ে মানুষকে কিভাবে রক্তাক্ত করে, এমনি একটি ঘটনা গঠেছে সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলার ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দোপাঘাটে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে,, স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল গফুরের ছেলে সোহেল ও রুবেল মিয়া, একই এলাকার ধোপাঘাট গ্রামের আবদুল গণি মিয়া,কে ছুরিঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করেছে,,