রিয়াদ হাওলাদার, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঈদে কেনাকাটার জন্য ১০ হাজার টাকা না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে আহসান হাবীব (১৭) নামে এক কিশোরের আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার বাবনী ইউনিয়নের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হাবীব একই এলাকার শফিক উল্লার ছেলে। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
নিহতের মা সেলিনা বেগম জানান, ঈদের পর হাবীবের সৌদি আরবে যাওয়ার কথা ছিল। শুক্রবার বিকেলে হাবীব ঈদের কেনাকাটার জন্য তার মায়ের কাছে ১০ হাজার টাকা চান। কিন্তু মা সেলিনা বেগম তাকে পাঁচ হাজার টাকা দিতে চান। এ নিয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্বজনরা দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছেন ঈদ কেনাকাটার টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করেই ছেলেটি আত্মহত্যা করেছে। এছাড়াও অন্য কোন অভিযোগ পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিবেন।