র্যাবের অভিযানে ২৯১ বোতল ফেন্সিডিল সহ এক যুবক হাতেনাতে আটক।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর জোড়পুকুরিয়া বর্ডার এলাকা থেকে ২৯১ বোতল ফেন্সিডিল সহ যুবককে আটক করেন র্যাব।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়,
র্যাব-৫, সিপিসি-৩, ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামানের নেতৃত্বে রবিবার ভোর সাড়ে ৪টারদিকে পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে মোঃ আলামিন হোসেন (২৭) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানান, আটককৃত যুবক রতনপুর জোড়পুকুরিয়া সীমান্ত এলাকার একজন বড় মাদক ব্যবসায়ী। আজ আমরা খবর পেয়েছি যে, আসামিরা সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের একটি বড় চালান আনছে। আর ভোরবেলা সেই মাদক অন্য পাটিতে পৌছে দেওয়া হবে। এসংবাদের ভিত্তিতে রতনপুর জোড়পুকুরিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের পূর্বক রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।