
আফ্রিদি আহাম্মেদ মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জে আল রাফি মেডিকেল সেন্টার নামের এক বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকালে মানিকগঞ্জ পৌরসভার অন্তর্গত জয়রা এলাকায় অবস্থিত আল রাফি মেডিকেল সেন্টারে ঘটনাটি ঘটে ।জানা যায়, আলী হোসেন নামের এক ব্যাক্তি তার সহধর্মিণী কে নিয়ে বাচ্চা প্রসবের উদ্দেশ্যে আল রাফি মেডিকেল সেন্টারে আসলে তারা সার্জারীর পরামর্শ দেন।তবে বাচ্চার শ্বাসকষ্ট জনিত সমস্যা হলে অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে, এই শর্তে বন্ড সই করে দেয় রোগীর স্বজন। সার্জারীর পর নবজাতককে অক্সিজেন দিয়ে রাখা হয়। চিকিৎসক ৪০ মিনিটের মধ্যে অবস্থা উন্নতি না হলে,সরকারি হাসপাতালে রেফার্ড করতে বলেন।সার্জারীর ২০ মিনিট পর ডাক্তার চলে যায় এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী নার্স ৪০ মিনিট পর তাদের অন্যত্র চলে যেতে বলেন। পরবর্তীতে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে ।মৃত নবজাতকের বাবা আলী হোসেন বলেন , ডাক্তার ৪০ মিনিটের মধ্যে অবস্থা উন্নতি না হলে, সরকারি হাসপাতালে রেফার্ড করতে বলেন।সার্জারীর ২০ মিনিট পর ডাক্তার চলে যান এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী নার্স ৪০ মিনিট পর তাদের অন্যত্র চলে যেতে বলেন, এরপরই সদর হাসপাতালে নিলে আমার বাচ্চাটি মারা যায় । নার্স সোনিয়া আক্তার বলেন,ডাক্তার স্যার আমাকে বলেছেন ৪০ মিনিটের মধ্যে বাচ্চার অবস্থা ভালো না হলে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়ার। পরে আমি অক্সিজেন খুলে তাদেরকে সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।এ ব্যাপারে ডাঃ মোঃ জুলহাস উদ্দিন বলেন, বাচ্চাটিকে উন্নত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে রেফার্ড করা হয়েছিলো।এ বিষয়ে হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষে ইসমাইল হোসেন বলেন, এখানে আমাদের কিছুই করার ছিলো না।রোগীকে আমরা আগেই বিষয়টি বলেছিলাম।তারা রাজি ছিলো বলেই সার্জারী করেছি।এ বিষয়ে মানিকগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জনকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেননি ।