১৩ এপ্রিল শুক্রবার বিকেলে কানসাট ক্লাব স্টুডিয়ামে জিয়া স্মৃতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ঈদি আমিন বাবুর সভাপতিদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল ইসলাম , শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানসাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাসুম রানা টমাস, শ্যামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম , মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী মাহমুদ মিয়া , ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজেরুল মেম্বারসহ জিয়া স্মৃতি পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । অমীমাংসিত ভাবে শেষ হয় ফুটবল প্রীতি ম্যাচ। হাজারো দর্শক এই মনোমুগ্ধকর ম্যাচ উপভোগ করেন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।