ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক মুসলিম গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জের বাহুবলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) বাদ আছর বাহুবল সদর ও মিরপুরে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে মিরপুর জামেয়া হুসাইনীয়া মাদ্রাসা মসজিদ হতে একটি বিক্ষোভ মিছিল ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা মাহামুদুর রহমান সালিম, মাওলানা হেলাল আহমদ নোমানী, হাফেজ জালাল আহমেদ ও হাজী শাহিন মিয়া প্রমুখ। বক্তারা ইজরায়েলি পণ বর্জনের জন্য ব্যনসায়ীসহ জনসাধারণের প্রতি আহবান জানান। অপরদিকে একই সময়ে বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা থেকে ইজরায়েল বিরোধী একটি বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ করে।