দিনাজপুরের বিরামপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল ২০২৫) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয় এক বর্ণিল আনন্দ শোভাযাত্রা, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর নেতৃত্বে আয়োজিত এই শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তারা পহেলা বৈশাখের ঐতিহ্য, সংস্কৃতি ও এর সামাজিক গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতির গৌরবময় একটি অংশ, যা আমাদের ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করে।”আলোচনা সভা শেষে পরিবেশিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গান, নৃত্য ও আবৃত্তি উপস্থাপন করা হয়। দর্শকরা এই আয়োজন উপভোগ করেন আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে।অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা।পহেলা বৈশাখের এই আয়োজন উপজেলাবাসীর মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেয় এবং সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।