কাশেম আহাম্মেদ, মাগুরা জেলা প্রতিনিধি;
রবিবার (২০ এপ্রিল) সকালে মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলায় আদালতে অভিযোগ পত্রের গ্রহন সংক্রান্ত আমলী বিষয়ে শুনানী হয়েছে।সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান’র আদালতে এ অভিযোগ পত্রের শুনানী হয়। শুনানীতে অভিযুক্ত হিটু শেখসহ সকল আসামীকে আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালত অভিযোগ পত্রটি আমলে নিয়ে আগামী ২৩শে এপ্রিল চার্জ শুনানীর দিন ধার্য করেছে। গত ১৩ এপ্রিল মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষন মামলার আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।এর আগে ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোন বাড়িতে বেড়াতে এলে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করে।