
রিয়াদ হাওলাদার, রায়পুর(লক্ষ্মীপুর):
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দপ্তর সম্পাদক মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে আজ রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ ঘটিকায় রায়পুর সরকারি কলেজ প্রাঙ্গণে রায়পুর সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী জোবায়েরুল ইসলাম, মো:রাতুল ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহফুজ হোসেন এর নেতৃত্বে উক্ত মানববন্ধনে অত্র কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানায়,পাশাপাশি দৃষ্টান্ত মুলুক শাস্তি দাবি করে। উল্লেখ গত শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর।একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুলকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।