দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ,পিপিএম-সেবার সহযোগীতায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিসংযোগে সহায় সম্বলহীন লোক জনের মাঝে কম্বল বিতারণ করলেন ঘোড়াঘাট-হাকিমপুর থানার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম শরিফ এবং থানা অফিসার ইনচার্জ আবু হাসান কবির।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় খোদাদাতপুর হঠাৎ পাড়ায় ৩’শ জনের মাঝে কম্বল বিতারণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার জোড়া খুনকে কেন্দ্র করে উত্তেজিত জনতা খোদাদাতপুর হঠাৎপাড়ায় চলাঞ্চল থেকে আসা প্রায় ৩৮টি বাড়িতে অগ্নিসংযোগ করে ভাংচুর চালায়।পরে শুক্রবার ক্ষতিগ্রস্ত পরিবার কে দেখতে আসেন জেলা পুলিশ সুপার।এসময় তিনি আগুনে পুড়ে যাওয়া সহায় সম্বলহীন শীতার্থ নারী-পুরুষের মাঝে শীত নিবারণের জন্য কম্বল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরদিনই ঘোড়াঘাট থানা পুলিশের মাধ্যমে ৩’শ পরিবারের মাঝে কম্বল বিতারণ করা হয়।
- অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,ওসি তদন্ত জয়ন্ত কুমার সাহা,এসআই আঃ সালাম,এসআই ফেরদৌস,এএসআই শংকর চন্দ্র সরকার সহ অনেকে।