মধ্যনগর সুনামগঞ্জ (প্রতিনিধি )
মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সড়কটির করুণ দশা চরম দুর্ভোগ ডেকে এনেছে এলাকাবাসীর জন্য। মেইন রোড থেকে বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটি বর্তমানে কাদামাটিতে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটার মতো অবস্থা থাকে না। অথচ এটিই গ্রামের শত শত মানুষের প্রধান যাতায়াতের পথ।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি। বর্ষা মৌসুম এলে পুরো রাস্তা বুকসমান পানিতে তলিয়ে যায়। তখন শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যায়, আবার অনেক অভিভাবক বাধ্য হয়ে তাদের সন্তানকে স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত নেন।মোঃ মানিক মিয়া ও বাদশাহ মিয়া,মোঃ বাছির মিয়া জানান, “বর্ষাকালে আমার ছেলেমেয়েকে স্কুলে পাঠাতে ভয় লাগে। রাস্তার অবস্থা এমন যে, হোঁচট খেয়ে পানিতে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”এছাড়াও স্থানীয় কৃষক, রোগী, নারী ও বৃদ্ধরা এই রাস্তাটি ব্যবহার করে থাকেন, যারা বর্ষায় মারাত্মক দুর্ভোগের শিকার হন।অভিযোগ রয়েছে, গত কয়েক বছর ধরে ইউনিয়নের বিভিন্ন চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা এলাকাবাসীকে আশ্বাস দিয়ে আসছেন যে রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে। কিন্তু বছরের পর বছর পার হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। ফলে মানুষের ক্ষোভ ও হতাশা দিন দিন বেড়েই চলেছে।এলাকাবাসী মনে করেন, রাস্তাটি যদি ইট বা কংক্রিটের মাধ্যমে উঁচু করে পাকা করা হয়, তবে বর্ষা মৌসুমেও চলাচল স্বাভাবিক থাকবে এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে না।তাদের জোর দাবি, অবিলম্বে সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই প্রধান সড়কটি সংস্কার ও উন্নয়ন কাজ শুরু করা হোক।