লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রীকে বাজে মন্তব্য এবং অশালীন ইঙ্গিতের প্রতিবাদ করায় স্বামীসহ তিনজন জনসম্মুখে হামলার শিকার হয়েছেন। গতকাল রবিবার বিকেলে শহরের কাজীবাড়ি সড়কে বেড়াতে গিয়ে হামলার শিকার হন তারা। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।হামলায় আহতদের মধ্যে রয়েছেন স্বামী আহাদ হোসেন মাহিম (২৫), স্ত্রী সালমা আক্তার মুন্নি (২০) এবং শালি রিমা আক্তার (১৬)। আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গেছে, গত শুক্রবার ঢাকা থেকে স্বামী ও ছোট বোনকে নিয়ে কেরোয়া ইউনিয়নের নানার বাড়ি হাজী ইব্রাহিম বেপারীর বাড়িতে বেড়াতে আসেন সালমা আক্তার মুন্নি। গত রবিবার বিকেলে তারা কেরায়া গ্রামের কাজী বাড়ির সড়কে বেড়াতে গেলে শুভ ও সামির নামের দুই তরুণ সালমাকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেন এবং গোপন ক্যামেরায় ছবি তোলার চেষ্টা করেন। মাহিম প্রতিবাদ জানালে, তারা তার ওপর চড়াও হয়ে তাকে পিটিয়ে ফেলে। এ সময় স্ত্রী ও শালিকা তাকে উদ্ধার করতে গেলে তাদেরও মারধর করা হয়। স্থানীয়দের প্রতিবাদে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেন।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, অভিযোগ পাওয়ার পর বখাটে যুবকদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।