হৃদয় হাসান ইকবাল , মাদারগঞ্জ (জামালপুর)
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দালান নির্মাণ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ।বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় বালিজুরি এস. এম. ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে হাজারো নির্মাণ শ্রমিক ব্যানার-ফেস্টুন, স্লোগান ও দেশীয় বাদ্যযন্ত্রসহ র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।সমাবেশে সভাপতিত্ব করেন মাদারগঞ্জের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব তফিল উদ্দিন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনজুরুল ইসলাম মুসা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবু বক্কর।
এছাড়াও শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিবলু সেখ, চান মিয়া, শওকত আলী, সাইফুল ইসলাম, ইব্রাহিম ও লুৎফর রহমান।সমাবেশটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ।বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকরা দেশ গঠনের মূল চালিকাশক্তি হলেও আজও তাদের অনেক ক্ষেত্রেই অবহেলা ও বঞ্চনার শিকার হতে হয়। এসময় বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ের আহ্বান জানান।অনুষ্ঠানটি এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে উপস্থিত শ্রমিকদের মধ্যে সচেতনতা ও উৎসাহ ছড়িয়ে পড়ে। দিনভর নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।