
নওগাঁ প্রতিনিধিঃ রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে ‘ক্রিকেট ট্যালেন্ট হান্ট-২য় পর্ব শুরু হতে যাচ্ছে আগামী শনিবার। সোমবার এ বিভাগের জেলা গুলো থেকে বাছাইকৃত খেলোয়াড়দের আগামী শনিবার রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সে উপস্থিত হয়ে বাছাই প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নওগাঁসহ প্রতিটি জেলা শিক্ষা অফিসারকে চিঠি দেওয়া হয়েছে। সোমবার জেলা শিক্ষা অফিসগুলোতে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন আঞ্চলিক পরিচালক প্রফেসর মোহাঃ আছাদুজ্জামান।
চিঠিতে বলা হয়, ক্রিকেট ট্যালেন্ট হান্ট-২য় পর্ব ২০২৫’ প্রতিযোগিতা রাজশাহী অঞ্চলের বাছাই কার্যক্রম আগামী ২৪ মে, ২০২৫ খ্রি. তারিখ শনিবার সকাল ৯ ঘটিকায় ‘মহিলা ক্রীড়া কমপ্লেক্স, রাজশাহীতে অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় আপনার জেলা থেকে নির্বাচিত ক্রিকেটারদেরকে নির্বধারিত তারিখ ও সময়ে মহিলা ক্রীড়া কমপ্লেক্স, রাজশাহীতে উপস্থিত হয়ে বাছাই প্রতিযোগিতায় অংশ গ্রহণের বিষয়ে অবগতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।