
হাফিজ আল মাহমুদ মোহনগঞ্জ, নেত্রকোণা:
নেত্রকোণার মোহনগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে আজ (২০ মে) রোজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপরপাস হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সাহেব আলী পাঠান অতিরিক্ত পুলিশ সুপার নেত্রকোণা প্রধান অতিথির অনুউপস্থিতে ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির দায়িত্বে ছিলেন,মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আব্দুল কাদের।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সঞ্চালনার দায়িত্বে ছিলেন, মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুজ্জামান।
এতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন,পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম,উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ টিপু সুলতান,পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা জামাতের আমির মোঃ মোফাজ্জল হোসেন সবুজ। হেফাজত ইসলামের আমির মাওলানা তোফাজ্জল হোসেন।