মধ্যনগর (সুনামগঞ্জ):দীর্ঘদিন ধরে মধ্যনগর উপজেলায় ঘনঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ দিনযাপন করছেন দুর্বিষহ অবস্থায়। প্রায় সময়ই বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ সব কর্মকাণ্ড মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
বিশেষ করে রাতে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মানুষ ঘুমাতে পারছে না, গরমে শিশু ও বৃদ্ধরা অতিষ্ঠ হয়ে পড়েছে। এর পাশাপাশি হঠাৎ বিদ্যুৎ আসা-যাওয়ার ফলে ইলেকট্রনিক পণ্যের ক্ষতিও বেড়েছে।স্থানীয় বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান,বর্ষাকালে পিলার পড়ে যায় এবং নেত্রকোনার ৩৩ কেভি লাইনে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এছাড়া গাছপালা পড়ে তার ছিঁড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না।তবে সাধারণ মানুষের প্রশ্ন, প্রায় সারা বছরই তো বিদ্যুৎ নেই, তাহলে কি এটি শুধু প্রাকৃতিক সমস্যা?
স্থানীয়রা অভিযোগ করেন বিদ্যুৎ অফিসের দুর্বল ব্যবস্থাপনা, জনবল ও সরঞ্জামের অভাব এবং দায়িত্বহীনতার কারণে সমস্যা আরও প্রকট হয়েছে।
এলাকাবাসী দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন এবং সতর্ক করেছেন, যদি বিদ্যুৎ সরবরাহের মান উন্নয়ন না হয়, তবে তারা গণআন্দোলনসহ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন।