
নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সন্ধ্যায় পৌরসভার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আশরাফুল হক। তিনি জানান, আগামী ৩০ মে শুক্রবার সকাল ৮টায় জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।সভায় বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আজও চলমান। দেশে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম, সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, যুবদলের সাবেক সভাপতি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।