কাইয়ুম বাদশাহ,মধ্যনগর উপজেলা প্রতিনিধি,
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গোলাপনগর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই থেকে তিন বছর বয়সী একটি শিশু গুরুতর আহত হয়েছে।দুর্ঘটনাটি ঘটে আজ বুধবার (২৮ মে ২০২৫) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় শিশুটি রাস্তার পাশে অবস্থান করছিল। এমন সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যায় এবং সেই সময় মোটরসাইকেলের চাকা সরাসরি শিশুটির মাথার ওপর দিয়ে চলে যায়, ফলে সে মারাত্মকভাবে আহত হয়।তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মহিষখলা বাজারের মোঃ মাহবুব ডাক্তারের চেম্বারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি ঘটলে শিশুটিকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।কিন্তু সেখানেও উন্নতি না হওয়ায় শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল চালকের বাড়ি বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে। ঘটনার পর স্থানীয়রা চালককে আটক করে রেখেছেন।এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং তারা দ্রুত দোষীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।