সালমান আহম্মদ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ২৭ মে মঙ্গলবার বিকেলে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য SOD এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়ান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন নিপা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলার কৃতি সন্তান নাহিদা সুলতানা মল্লিক, যুগ্ম সচিব (গবেষণা ও প্রশিক্ষণ), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ রুহুল আমীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, নেত্রকোনা।সঞ্চালনা করেন মোঃ আজিজুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা।কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, সমাজ সেবা কর্মকর্তা ইউনুস আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা কায়সার আহমেদ, উপজেলা মহিলা কর্মকর্তা রহিমা আক্তার, নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসার, গন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কল্যানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা কর্মশালায় উপস্থিত ছিলেন।কেন্দুয়া প্রেসক্লাব ও প্রেস মিডিয়া ক্লাবের সভাপতি, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্যোগ মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা চালানোর গুরুত্ব তুলে ধরেন।এ কর্মশালার মাধ্যমে কেন্দুয়া উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জরুরি সাড়ান পদ্ধতিকে আরও দক্ষ ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে।