
মোঃকাইয়ুম বাদশাহ, দেশ বাংলা প্রতিদিন।
সারাদিন থেমে থেমে হালকা বৃষ্টি। আকাশে মেঘ, রাস্তায় কাদা—তবুও উৎসবের প্রস্তুতিতে কোনো ভাটা নেই মধ্যনগরের মহিষখলা বাজারে বসা
কোরবানির পশুর হাটে।সকাল থেকেই হাটে ভিড় করেন বিক্রেতারা। ছাতা বা পলিথিনে গা ঢেকে গরু-ছাগল নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকেই। কাদা
মাড়িয়েই চলছে দরদাম, বেচাকেনা।বিক্রেতা মোহাম্মদ হাফিজ মিয়া বলেন—“আল্লাহর রহমতে আজ গরু বিক্রি হয়েছে। বৃষ্টি হলেও লোকজন
কমেনি।”রশিদ মিয়া জানান“ভোরে গরু নিয়ে আসছি। বৃষ্টি পড়ছে, কাদা চারপাশে। তারপরও বিক্রি হচ্ছে।”হাটে পশু এসেছে বংশীকুন্ডা উত্তর-
দক্ষিণসহ আশপাশের ইউনিয়ন থেকে। অনেকে আবার বিভিন্ন জায়গা ঘুরে এসে মহিষখলা হাটে গরু দেখতে আসেন—ভালো পশু আর তুলনামূলক
কম দামের আশায়।আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্যনগরে সারাদিনই হালকা বৃষ্টি হয়েছে। সামনে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবু কোরবানির
উৎসব সামনে রেখে মানুষের আগ্রহ আর প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। হাটে ছিল ভিড়, ছিল প্রাণ।