হবিগঞ্জের বাহুবলে কৃষি বিভাগের উদ্যোগে “পার্টনার কংগ্রেস” সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে রবিবার ১ জুন বাহুবল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক কৃষাণীদের দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ( খামার বাড়ি) এর উপপরিচালক মোঃ আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার নাসিরুদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার চিন্ময় কর অপু।