সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলে দেশীয় প্রজাতির মা মাছ ও রেণু পোনা নিধন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণে অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন খালিয়াজুরী উপজেলার নির্বাহী অফিসার মো: উজ্জ্বল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রহমান,খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক রাজীব চন্দ্র সরকার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।অভিযান চলাকালে হাওরের বিভিন্ন স্থানে অবৈধ জাল,বাঁধ ও স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে সচেতনতামূলক আলোচনা সভায় ইউএনও মো:উজ্জ্বল হোসেন বলেন,হাওরের দেশীয় মাছের উৎপাদন টিকিয়ে রাখতে মা মাছ ও রেণু পোনা নিধন বন্ধ করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রহমান বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি স্থানীয় জেলেদের সচেতন করতেও কাজ করা হবে।প্রশাসনের এই উদ্যোগ হাওরের মৎস্য সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।