অনলাইন ডেস্ক:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাগামারা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।স্থানীয়রা অভিযোগ করছেন, রাগামারা এলাকায় প্রায়ই যানবাহনের বেপরোয়া গতি এবং ট্রাফিক ব্যবস্থার দুর্বলতার কারণে দুর্ঘটনা ঘটে।পুলিশ দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে।