সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনা জেলা সদরের ৮ নং দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে আবু আব্বাস উচ্চ বিদ্যালয় ও বালি মহিষাটি দাখিল মাদ্রাসা’র পরিচালনা কমিটির ( এডহক কমিটি ) নব-নির্বাচিত সভাপতি দ্বয়ের দায়িত্বভার গ্রহণ করে নিয়মিত প্রথম মিটিং এর দায়িত্ব পালন শুরু হয়েছে।আবু আব্বাস উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি হলেন সহকারী অধ্যাপক এমদাদুল হক আকন্দ ও বালি মহিষাটি দাখিল মাদ্রাসার নব-নির্বাচিত সভাপতি পেয়েছেন প্রভাষক সাদেক মিয়া ।৩০ জুন ২০২৫ তারিখ আবু আব্বাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল আজাদ ও বালি মহিষাটি দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো: মজিবুর রহমান নব-নির্বাচিত সভাপতিদ্বয় কে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ।এসময় ৮ নং দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বিএনপি’র সভাপতি আব্দুল হেলিম , সাধারণ সম্পাদক জালাল খান মেম্বার, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন, যুবদল নেতা কাদের উজ্জামান ঝুটন ,সাবেক সভাপতি ফজলুর রহমান,অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ , অভিভাবক সদস্য আব্দুল মোমেন, অভিভাবক সদস্য আঞ্জু মুন্সী সহ স্থানীয় সুধীজন ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সুনামধন্য দুই টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রসার ও শিক্ষার মানোন্নয়নসহ অবকাঠামো উন্নয়ন, আবু আব্বাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ খোলা , বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ সহ প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবেন ও সকলের সহযোগিতা চেয়ে অঙ্গীকার ব্যক্ত করেন আবু আব্বাস উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি সহকারী অধ্যাপক এমদাদুল হক আকন্দ ও বালি মহিষাটি দাখিল মাদ্রাসার নব-নির্বাচিত সভাপতি প্রভাষক সাদেক মিয়া ।