মদন প্রতিনিধি (শেখ আসাদুজ্জামান মাসুদ)
নেত্রকোনা মদন উপজেলায় আল ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে আশ্রয়হীন এক বৃদ্ধ মহিলাকে টিনের ঘর নির্মান করে দেওয়া হয়।
জানা যায় দীর্ঘদিন যাবত এই বৃদ্ধ মহিলা অন্যের বাড়িতে রাত্রি যাপন করে কোনরকম দিন কাটায়।মরিয়ম(৬০)নামে বৃদ্ধ মহিলার এই দুনিয়ায় ওনার কেউ নেই।এবং আয় উপার্জন করার ক্ষমতাও উনি হারিয়ে ফেলেছেন।উনার এই অসহায়ত্ব দেখে থেমে থাকতে পারেনি মদন উপজেলার আল ইনসাফ ইসলামী ফাউন্ডেশন এর সদস্যবৃন্দরা।০১-০৩-২০২৫ইং প্রতিষ্ঠিত আল ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন নামে সংগঠনটি ইতিমধ্যে মদন উপজেলায় বিভিন্ন সামাজিক কাজে অবস্থান রেখেছে।
আল ইনসাফ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলামের নেতৃত্বে টিনের ঘরটি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন মদন উপজেলার বিশিষ্ট ব্যবসায়ীক ও সমাজসেবক সাজেদুল হক সাজু সাহেব।ঘর উদ্বোধন ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন মদন উপজেলার নির্বাহী অফিসার অলিদুজ্জামান সাহেব।
সংগঠনের দায়িত্বে তাকা সিরাজুল ইসলাম নয়ন সাহেবের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান সাহেব,বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ীক সাজেদুল হক সাজু সাহেব,বক্তব্য রাখেন অত্র এলাকার জনপ্রতিনিধি এবং জহিরুল ইসলাম,ফজলুল হক,নিজামুদ্দিন,মুফতি আমির হামজা,রহিস উদ্দিন,রিপন মিয়া।
অসহায় ও গৃহহীন একজন নারীকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।এই মানবিক উদ্যোগের ফলে ওই নারী এখন নিরাপদ ও স্তায়ী আবাসের অধিকারী হলেন।ঘরটি নির্মাণে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সহযোগিতা ছিল চোখে পড়ার মত।এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং অসহায় মানুষের জীবনে আশা জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।