কাইয়ুম বাদশাহ মধ্যনগর, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় উৎপাদিত প্যান্ট তৈরির থান কাপড়সহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত কাপড়ের পরিমাণ ১০১ পিস, মোট দৈর্ঘ্য ১৩১৩ গজ এবং আনুমানিক বাজারমূল্য ৭,২২,১৫০ টাকা। এছাড়া মালামাল বহনের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১,০৫,০০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ৮,২৭,১৫০ টাকা।অফিসার ইনচার্জ মনিবুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) বিকাশ সরকার, এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন, এএসআই মোঃ আশরাফুল ইসলাম, এএসআই (নিঃ) স্বপন সরকার এবং সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ জুলাই ২০২৫ খ্রিঃ ভোর ৫টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়।অভিযানকালে মধ্যনগর শহীদ আয়তুল্লাহ ব্রীজ এলাকার উত্তর-পূর্ব পাশে হাওরের পানিতে একটি ইঞ্জিনচালিত নৌকায় অবস্থানরত এক ব্যক্তিকে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।তল্লাশির সময় ওই নৌকা থেকে ১০১ পিস ভারতীয় রঙিন থান কাপড় জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব কাপড় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল।আটককৃত ব্যক্তির নাম মোঃ উমর ফারুক (৩২), পিতা: মোঃ মিলন মিয়া, মাতা: মোছাঃ মিনারা খাতুন, সাং: চান্দালীপাড়া, ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন, থানা: মধ্যনগর, জেলা: সুনামগঞ্জ।আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।