সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনার পূর্বধলায় এক কলেজ শিক্ষকের জমি দখলের উদ্দেশ্যে গাছ কর্তন,পুকুরের মাছ নেয়া,ধান কাটা,ঘর উঠানো ও জবর দখলের অভিযোগ পাওয়া গছে।উপজেলার আগিয়া ইউনিয়নের সাত্যাটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে।এ ঘটনায় শিক্ষক আনিছুর রহমান খান বাদী হয়ে নজরুল ইসলাম খানসহ সাতজনের বিরুদ্ধে থানায় ও আদালতে অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে জানা গেছে, উপজেলার আগিয়া ইউনিয়নের সাত্যাটি গ্রামের সিদ্দিকুর রহমান খান এর ছেলে নেত্রকোনা হেনা ইসলাম খান কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক, আনিছুর রহমান খান (৩৮) । তার পৈতৃক ও স্ব দখলকৃত জমির একটি অংশ বহুদিন ধরে দখলের উদ্দেশ্যে একই গ্রামের প্রতিবেশী আপ্তাব উদ্দিন খানের ছেলে নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে ৭-৮ জন লোক এসে ওই শিক্ষকের ধান জোর করে কেটে নেয়, গাছ কেটে ফেলে, বাড়িতে ঘর উঠানো, জায়গায় খুটি দেয়া নানাভাবে জমি দখলের পায়তারা করে আসছে।এ সময় বাধা দিলে শিক্ষক ও তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে উঠিয়ে দেওয়া হয় এবং মেরে ফেলার হুমকি দেয়। ক্ষতিগ্রস্ত শিক্ষক বলেন, “দাদা ও পিতার পাওয়া সাব কাওলা জমি ভোগদখল করে আসছি। তারা জোরপূর্বক জমি দখল করবে বলে ভয় দেখায়।” শিক্ষক বলেন, পরিবার পরিজন নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। এই শিক্ষক পরিবারটি ন্যায়বিচারের জন্য বিভিন্ন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, তিনি কারও জমি জোরপূর্বক দখল করেননি। তার পৈতৃক জমিতে ঘর তোলা হয়েছে, আমাদের পুকুরে মাছ ধরেছি,আমাদের জমির ধান কেটেছি। তার দাবি, শিক্ষক আনিছুর রহমান তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ তুলছেন।এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ নূরুল আলম বলেন, “সাত্যাটি গ্রামের জমির বিরোধে সংঘর্ষের আশঙ্কায় শিক্ষকের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিরা বর্তমানে জামিনে রয়েছে। স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য উভয় পক্ষের সাথে কথা হয়েছে। এখানে আইন শৃংখলার অবনতি হলে সেটা দেখবো।