শাহিন মিয়া গাইবান্ধা প্রতিনিধি:
মাদক,জুয়া,সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী। চলমান এ অভিযানের অংশ হিসেবে গত ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনাক্যাম্পের ক্যাপ্টেন রোবায়েত,৬ ইঞ্জিনিয়ার ব্যাটা: এর নেতৃত্বে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৪০ লিটার দেশিও মদ ২৪ ক্যান বাংলা মদ ও দুটি মোবাইলসহ তিন মাদক ব্যবসায়ি কে আটক করছে যৌথবাহিনী।আটককৃতরা হলেন শিমুল তাইড় গ্রামের চিচুয়া রামের ছেলে সুনিল বাবু, মৃত শংকরের ছেলে বিনেশ চন্দ্র, মৃত ভোলাতনের ছেলে চিচুয়া রাম।সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে এমন অভিযান আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।