সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা জামাতে ইসলামি নেত্রকোণা শহরের কুরপাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডঃ সামিউল হক ফারুকী।সম্প্রতি অনুষ্ঠিত কর্মশালায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো: আব্দুল করিম,কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ রমজান আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ। এসময় কর্মশালায় বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।