
মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট মহাসড়কের হাটপাড়া এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বুধবার
(২৩ জুলাই) বিকাল ৪টা থেকে ৬ টা পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিনাজপুর ট্রাফিক বিভাগ এ যৌথ অভিযান চালায়। এসময় ১০ টি মামলায় ৪৮
হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ জানায়, বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা মোটরসাইকেল, সিএনজি,
মাইক্রোসবাস,প্রাইভেটকার থামিয়ে ভেতর-বাইরে তল্লাশি ও গাড়ির ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তা চেক করা হয়। অভিযানে
রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স,হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো বিরুদ্ধে চেকপোস্ট বসিয়ে জরিমানা করা হয়। আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড
থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানে
ঘোড়াঘাট সেনাক্যাম্প ও ২৫ বীর সাপোর্ট ব্যাটেলিয়নের মেজর মো.আব্দুল আহাদ,ক্যাপ্টেন মার্জিউল হক সাফিন ও দিনাজপুর ট্রাফিক বিভাগের
টি.এস.আই আবুল কালাম আজাদ উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন। চেকপোস্টে শেষে ঘোড়াঘাট সেনাক্যাম্পের কমান্ডার মেজর
মো.আব্দুল আহাদ বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের মোবাইল কোর্টসহ চেকপোস্ট
পরিচালনা অব্যাহত থাকবে।