
ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় মাদক সেবনের দায়ে চারজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের মেউহারী গ্রামের মৃত লালচান মিয়ার ছেলে রুপচান (৪৫), মৃত আঃ হোসেনের ছেলে আব্দুস সালাম
(৪৮),মোঃ সিরাজ মিয়ার ছেলে খোকন মিয়া (৩৫) এবং সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামের মোঃ নওয়াব মিয়ার ছেলে সাইফুল ইসলাম
(৫০)।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত উপজেলার সদর বাজার সংলগ্ন গরুহাট্টা এলাকার সুইপার পল্লীর একটি
বসতঘরে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও ধর্মপাশা থানা পুলিশ।অভিযানে নেতৃত্ব দেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট জনি রায়। অভিযানকালে আটক ব্যক্তিদের মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তাদের এই দণ্ড দেওয়া হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, মাদক সেবনের অপরাধে চারজনকে আটক করে আদালতে উপস্থাপন করা
হয়। পরে আদালত তাদের কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের আদালত শেষে কারাগারে পাঠানো হয়েছে।