
বিল্লাল আহমেদ লাখাই হবিগঞ্জ:
হবিগঞ্জ লাখাই সড়কের কালাউক বাজারের সড়ক হতে ভাদিকারা যাওয়ার রাস্তার মুখে পশ্চিম পাশে অবৈধভাবে সরকারের জায়গায় দখল করে নতুন টিনশেড ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে সরজমিনে গিয়ে দেখা যায় ভাদিকারা গ্রামের বাচ্চু মিয়া ও তার স্ত্রী সমরাজ বেগম নতুন টিনশেড ঘর নির্মাণ করছে। এর আশপাশে আরো কয়েকটি জায়গা দখল করে টিনশেড ঘর নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে অনেকে এ ব্যাপারে কোন নজরদারি নেই বললেই চলে। প্রশাসনের নাকের ডগার মধ্যে দিয়ে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করলেও অদৃশ্য কারণে তা দেখো না দেখার মত।
হবিগঞ্জ লাখাই সড়কের বেকি টেকা ব্রীজ হতে বামৈ তিনপুল পর্যন্ত রোডস এন্ড হাইয়ের অনেক জায়গা দখল করে অবৈধভাবে বিভিন্ন পাকা স্থাপনা ও টিনশেড ঘর করে দখল করে রেখেছে প্রভাবশালী মহল ও একদল ভূমি খেকোরা। বিগত ওয়ান ইলেভেনের সময় এসব স্থাপনা ভেঙ্গে ফেলা হলো আবার ঘরে তুলেছে স্থাপনা গুলি। ভাদিকারা যাওয়ার রাস্তার পাশে অবৈধ স্হাপনা গুলি তৈরি করার ফলে রিক্সা অটো রিক্সা টমটম সহ বিভিন্ন যানবাহনের কারণে যানজট লেগে থাকে যার ফলে স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রীরা সহ জনসাধারণ চরম ভোগান্তির শিকার হয়। এই স্থাপনা গুলিপাশে খালের উপরে নির্মাণ করার ফলে বৃষ্টি বাদলের সময় পয়নিষ্কাশন চরম অসুবিধা হয় যার ফলে উজানের দিকে সৃষ্টি হয় জলবদ্ধতা।
এ ব্যাপারে সমরাজ বেগমের সাথে আলাপ কালে তিনি জানান আমাদেরকে উপজেলা চেয়ারম্যান এখানে ব্যবসা করার দিয়েছিল এখন তো আমরা ব্যবসা করে আসছি তিনি আরো জানান আমাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও চা বিক্রির জন্য কিছু সরঞ্জাম দিয়েছিল আমি আমার পরিবার স্বামী সংসার নিয়ে কোনরকম ভাবে এখানে বসে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছি। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার দাস অনুপের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি সরজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নেব সরকারি জায়গায় যদি হয়ে থাকে তাহলে ভেঙ্গে ফেলা হবে।