
বিল্লাল আহমেদ লাখাই থেকে ঃ
লাখাই উপজেলার৩নং মুড়িয়াউক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্তর্গত মেদি বিল হাওরের সেচ প্রকল্প থেকে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় কে
বা কাহারা।এ ঘটনার প্রেক্ষিতে সেচ প্রকল্পের মালিক মোঃ এমদাদুল হক লাখাই থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। ঘটনার বিবরণে জানা যায়
গত ২৭ জুলাই দিবাগত রাতে আনুমানিকদের ঘটিকার সময় শেষ প্রকল্পের মাঠ হইতে কেবা কাহারা তিনটি ১০ কেবি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়
এমত অবস্থায় শেষ প্রকল্পটি পুনরায় চালু করতে হলে ট্রান্সফরমার ছাড়া সম্ভব নয় চুরি যাওয়া ট্রান্সফরমার গুলি উদ্ধার জন্য থানায় অভিযোগ করা
হয়েছে। সেচ প্রকল্পটি বিগত ১০-১২ বছর পূর্ব থেকে সেচ দিয়ে আসছে ইদানিংকালে ট্রান্সফরমার বিভিন্ন সিচকে চুরের উপদ্রব বেড়ে গেছে যার ফলে
গ্রাম গঞ্জের মানুষ সহ সকলে চোরের উপদ্রবে ভুগছে। বিশেষ করে ইয়াবা গাঁজা মদ সহ জোয়া সহ বিভিন্ন অপরাধ প্রবণতা বেড়ে যেতেছে তাদের
অনেকেই নেশা টাকা জোগাড় করতে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে গেছে।এ ব্যাপারে এমদাদুল হক জানান ট্রান্সফরমারের অভাবে আগামী
সেচ প্রকল্প চালু করতে আমার অনেক কষ্ট হবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমার ট্রান্সফরমার গুলি উদ্ধার করা হবে বলে আমি আশা করি।
এব্যাপারে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বন্দে আলী জানান অভিযোগ পেয়েছি ট্রান্সফরমার উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে আশা করি
উদ্ধার করা হবে।