
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁর সাপাহার উপজেলা সদরের অদূরে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় প্রায় ১০০ বিঘা জমিতে থাকা আম বাগানের ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্ভাবনা
দেখা দিয়েছে। আমের বানিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত নওগাঁর এ উপজেলার মেইন রাস্তার পাশে সরকারি জায়গা দখল ও মাঠের পানি নিষ্কাশনের
নালা গুলো ভরাট করে সেখানে আমের আড়ত ঘর নির্মান করার ফলে চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে মাঠের আম বাগানে জলাবদ্ধতা সৃষ্টি
হয়েছে। সাপাহার সদর থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে সাপাহার খন্জনপুর পাকা সড়কের উত্তর পাশে মহিলা হাফেজিয়া মাদরাসার পিছনের মাঠ
জুড়ে প্রায় শত বিঘা জমির আম বাগানে বৃষ্টির পানিতে তলিয়ে আছে। উত্তরে ফুটকইল, খেড়ুন্দা, কুচিন্দা গ্রামের পানি যুগযুগ ধরে এক মাত্র এ মাঠ দিয়ে
নিস্কাশন হতো। চলতি বছর এ সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের সরকারী জায়গাঁ ভরাট করে পানি নিষ্কাশনের নালাও বন্ধ করে প্রায় ২০/২৫ টি
আমের আড়ত নির্মান করেছে। যে কারনে মাঠের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। উল্লেখিত সমস্যা সমাধানে জরুরী হস্তক্ষেপ কামনা করে সাপাহার
উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা মোঃ হাবিবুর রহমান ভুক্তভোগী আম বাগান মালিকদের পক্ষে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে
আবেদন করেছেন। তিনি আবেদনে উল্লেখ করেন, খন্জনপুর রোডের মহিলা মাদ্রাসার পাশ দিয়ে মেইন রাস্তা সংলগ্ন একটি সরকারি নালা ছিল। যা দিয়ে
যুগযুগ ধরে বর্ষাকালে মাঠের পানি নিষ্কাশন হতো। কিন্তু সিএন্ডবির (সড়ক বিভাগ) এর জায়গা ভরাট করে আড়ত ঘর নির্মাণ করায় পানি নিষ্কাশনের
পথ বন্ধ হয়ে গেছে। এতে ঐ মাঠের প্রায় ১০০ বিঘা জমির আম গাছ বর্ষার পানিতে প্লাবিত হয়ে আছে। ফলে চলতি মৌসুমে আম বাগান মালিককগণ
বাগানের পরিচর্যা করতে পারছেনা। এলাকাবাসী তদন্ত সাপেক্ষে সড়কের পাশের নালা দখল মুক্ত করে পুনরায় পানি নিষ্কাশন ব্যবস্থা চালু করতে সংশ্লিষ্ট
প্রশাসন তথা সড়ক বিভাগের জরুরী আশু হস্তক্ষেপ কামনা করেছেন।