
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
বাহুবলের পুটিজুরী ইউনিয়নে উত্তর ভবানীপুর আশ্রায়ন প্রকল্পের ঘর ছেড়ে লোকজন চলে যাওয়ায় পরিত্যক্ত হয়ে পড়ছে অধিকাংশ ঘর। আবার কিছু ঘর বিক্রি করে দেয়ার অভিযোগও উঠেছে আশ্রায়ন প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। পাহাড়িয়া টিলায় স্থাপিত আশ্রায়ন এলাকায় উপযুক্ত কর্মক্ষেত্র না থাকায় জীবিকার তাগিদে অনেকেই সরকারি ঘর ছেড়ে চলে গেছেন অন্যত্র। এতে আশ্রয়ন প্রকল্পের বসতি হয়ে উঠছে অসামাজিক কার্যকলাপের অভয়ারণ্যে। লেগেই আছে ঝগড়া বিবাদ ও কলহ।বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ভূমিহীনদের বসবাসের জন্য ২০২১ সালে স্থাপিত হয় উত্তর ভবানীপুর আশ্রায়ন প্রকল্প। এখানে ৪৬ টি পরিবারের নামে ঘরগুলো বরাদ্দ দেয় উপজেলা প্রশাসন। আশ্রায়নে বসবাসরতদের সাথে আলাপ করে জানা যায়, সরকারীভাবে ঘর বরাদ্দের মাস কয়েক পরই অধিকাংশ পরিবার অন্যত্র চলে যায়। বর্তমানে ১৭ টি পরিবারে এখানে বসবাস করছে। এর মধ্যে ১০টি পরিবার রয়েছে যারা আশ্রায়নের প্রকল্পের সেক্রেটারি সোহেল মিয়াকে ঘর প্রতি ১০ হাজার টাকা দিয়েছেন।স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ ইসমাইলের পছন্দের লোক হিসেবে সেক্রেটারি করা হয়েছে আশ্রায়নের। তার সহযোগী হিসেবে আছেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কবির মিয়া।এ ব্যাপারে কবির মিয়া বলেন, এখানের একজন মহিলার সাথে অন্য একটি লেনদেন ছিল। আমি কোন টাকা দিয়ে কাউকে ঘর দেইনি।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সরকারি তালিকাভুক্ত ছাড়া কেউ এখানে থাকতে পারবে না। যদি কেউ টাকা দিয়ে ঘর দিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, এসব আশ্রায়ন প্রকল্পের ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষ সময় সময় দিকনির্দেশনা দিচ্ছেন। আমরা সেই দিকনির্দেশনা মোতাবেকই কাজ করবো।