সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনা’র কেন্দুয়ায় মরহুম আব্দুল আলী স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১ আগস্ট) বিকেলে কেন্দুয়া পৌরসভার ২নং ওয়ার্ডের আয়োজনে পৌর এলাকার সায়মা শাজাহান একাডেমির মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।খেলার শুরুতে ধারা ভাষ্য পরিচালনা করেন শেখ আরিফুল ইসলাম রাফি এবং ম্যাচ পরিচালনায় ছিলেন কেন্দুয়ার অন্যতম অভিজ্ঞ ফুটবলার রেফারি উজ্জ্বল।প্রথমার্ধে উভয় দলের মধ্যকার খেলা ছিল রুদ্ধশ্বাস এবং গোলশূন্য। পরে দ্বিতীয়ার্ধ শেষে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে একমাত্র গোল করে রেসিং লায়ন-১১ দল বিজয় অর্জন করে। রানারআপ হয়স্টার ইউনিয়ন-১১।খেলা শেষে এক প্রাণবন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী ড. রফিকুল ইসলাম হিলালী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁইয়া।অন্যান্য বিশেষ অতিথি ছিলেন ,কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান,বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন,কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম,পৌর যুবদলের আহবায়ক উজ্জ্বল খন্দকার ও সদস্য সচিব শান্তি খান, সায়মা শাজাহান একাডেমির প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামএ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মরহুম আব্দুল আলী কেন্দুয়া পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি একজন সমাজসেবক হিসেবে এলাকার মানুষের মাঝে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।