সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনার খালিয়াজুরীতে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের লোকদের ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সাথে ০২ আগস্ট উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার ( অতিরিক্ত দায়িত্ব) এম,এ, কাদেরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ । বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার। বক্তব্য রাখেন উপজেলা বি,এন,পি সভাপতি ও গাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মো: রহুল আমিন, বি,এন,পি নেতা মো: মাসুদ রানা, নাজমুল হক আরিফ, মির্জা জিয়া উদ্দিন, রিয়াজ উদ্দিন তাং, প্রেসক্লাবের আহ্বায়ক মো:হাবিবুল্লাহ, উপজেলা প্রকৌশলী আবদুল আউয়াল, মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান ।উপস্থিত ছিলেন খালিয়াজুরী থানা অফিসার ইনচার্জ মো: মুকবুল হোসেন, মুক্তিযোদ্ধা শম্ভু বর্মন, কৃষি অফিসার দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভোষণ সরকার, সমাজসেবা কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) মো: রুবেল মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: তৌকির আহমেদ, জনস্বাস্থ্য কর্মকর্তা মো:সাকিল আহমেদ, আনসার ভি,ডি,পি কর্মকর্তা অজিত ঘোষ, সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপংকর দত্ত রায়, বি,এন,পি নেতা আবদুল মান্নান চৌধুরী, কায়েসুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সবশেষে সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রতিবন্ধী ছাত্রী মিতালী রাণী সরকার কে চলাচলের জন্য একটি হুইল চেয়ার ও নগদ ২০ হাজার টাকা হাতে তুলে দেয়া হয়।