সৈয়দ সময় ,নেত্রকোনা :
জুলাই মাসের গণহত্যার ইতিহাস স্মরণে এবং আগামী প্রজন্মকে সেই স্মৃতি সম্পর্কে সচেতন করতে নেত্রকোনা জেলা পাবলিক হলে আজ ৩ আগস্ট রবিবার সন্ধ্যায় আয়োজন করা হয়’দ্য রেড জুলাই’র বিশেষ গণহত্যা প্রদর্শনী।প্রদর্শনীটির মূল উদ্দেশ্য ছিল ২৪ জুলাইয়ের গণহত্যাকে বাঁচিয়ে রাখা এবং সেই বিভীষিকাময় স্মৃতিকে জনসাধারণের সামনে তুলে ধরা।রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনিরুজ্জামান দুদু,নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চল,নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি,পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আকাশ অভি,বিভাগীয় আহ্বায়ক,দ্য রেড জুলাই (ময়মনসিংহ)। প্রদর্শনীর আয়োজন করে , নেত্রকোনা জেলা শাখা।উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী,শিক্ষার্থী ও সচেতন নাগরিক এতে অংশগ্রহণ করেন।বক্তারা ২৪ জুলাইয়ের নির্মম ঘটনার ন্যায়বিচার দাবি করেন এবং এ ধরনের ইতিহাস সংরক্ষণের ওপর জোর দেন